২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মধুপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

মধুপুর প্রতিনিধি

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ বিকালে মধুপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। মধুপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে টাঙ্গাইল – ময়মনসিংহ মহাসড়কের কল্লোল সিনেমা এলাকা ঘুরে আনারস চত্বরে এসে শেষ হয়।

Islami Bank

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাসুদ পারভেজ, উপ প্রচার সম্পাদক মহসিনুল কবীর প্রমুখ।

one pherma

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন,আবু সাইদ খান দুলাল, আওয়ামী লীগ নেতা ডা. মীর ফরহাদুল আলম মনিসহ ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা প্রতিবাদ মিছিলে অংশ গ্রহন করে।

ইবাংলা/জেএন/১৭ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us