নরসিংদীর পলাশে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ভাগ্যের পাড়া বিদেশ ফেরত এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ভবনের রেলিং ভেঙে ঘরে প্রবেশ করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়।

Islami Bank

আরও পড়ুন…ঝরে পড়া শিশুদের পাঠদানে ফেরাতে প্রশিক্ষণ কর্মসূচি

মঙ্গলবার (১৬ আগষ্ট) রাত সাড়ে তিনটার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যোর পাড়া গ্রামের প্রবাসী কামাল সারোয়ারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুতলা ভবনের রেলিং ভেঙে তিন জন মুখোশদারী লোক ঘরে প্রবেশ করে।

one pherma

ঘরের আলমারি খুলে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে নেয়। এ ঘটনায় পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

ইবাংলা/টিএইচকে/১৭ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us