সারা চীনে জাদুঘরে প্রদর্শনীর সংখ্যা ৩৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

 

চীনের কেন্দ্রীয় সম্প্রচার উপমন্ত্রী সুন ইয়ে লি ১৮ আগস্ট বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন সাংস্কৃতিক গণসেবার মান উন্নত করে জেলা ও থানায় সাংস্কৃতিক গণসেবার নেটওয়ার্ক গঠন করেছে।

প্রেস ব্রিফিংয়ে সু ইয়ে লি বলেন, ২০২১ সালের শেষ পর্যন্ত সারা চীনে ছিল ৩২১৫টি লাইব্রেরি, ৩৩১৬টি সাংস্কৃতিক স্টেডিয়াম, ও ৬১৮৩টি জাদুঘর। চীনের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক কেন্দ্রের সংখ্যা ৪০ হাজারের বেশি। গ্রামাঞ্চলে সাংস্কৃতিক সেবা কেন্দ্রের পরিমাণ ৫.৭ লাখ, গ্রামীণ বইয়ের দোকানের সংখ্যা ৫.৮ লাখ। এসব লাইব্রেরি, সাংস্কৃতিক স্টেডিয়াম, গ্যালারি, সাংস্কৃতিক কেন্দ্র ও অধিকাংশ জাদুঘর বিনা পয়সায় খোলা থাকে।

২০২১ সালে সারা চীনে লাইব্রেরির অনুমোদন-পত্রের অধিকারী পাঠকের সংখ্যা ছিল ১০ কোটি ৩০ লাখ। সারা চীনে জাদুঘরে প্রদর্শনীর সংখ্যা ৩৬ হাজার। শিক্ষামূলক অনুষ্ঠানের সংখ্যা ৩.২ লাখ। দর্শকের সংখ্যা ছিল ৮০ কোটি। সংশ্লিষ্ট ভিজিটের সংখ্যা ছিল ৪১০ কোটি। সূত্র: সিএমজি।

 

ইবাংলা/তরা/১৯ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us