বরগুনায় জমি দখলে টেঁটার মহড়া, হামলায় আহত-৩

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনায় জমি দখলে নিতে হামলার ঘটনা ঘটে। যা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। এ হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে।  শনিবার বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখলী এলাকায় এ ঘটনা ঘটে।

Islami Bank

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে কুমড়াখালী এলাকার আজিজ ফরাজি ও আফজাল খান পরিবারের মধ্যে ২০১৯ সাল থেকে মামলা চলছে।কিন্তু শনিবার সকালে আজিজ ফরাজি পরিবারের দখলে থাকা ফসলী জমিতে প্রতিপক্ষ আফজাল খান, তার ছেলে রুহুল আমিন, ভাই রব খান ও তার ছেলে রিপন খানের নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ জোরপূর্বক চাষাবাদের চেষ্টা করলে আজিজ ফরাজি পরিবার স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়। কিন্তু এসময় তাদের ওপর দেশিয় অস্ত্রশস্ত্র এবং টেঁঢা হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

এক পর্যায়ে হামলায় আজিজ ফরাজির ভাই রশিদ ফরাজি, লিয়কত ফরাজি ও রহিম ফরাজি ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতলে নেওয়া হয়েছে।

one pherma

আহত রশিদ ফরাজি বলেন, আমাদের মৃত্যুর হুমকি দিয়ে জমি দখলের দীর্ঘদিনের পায়তারা আফজাল খান পরিবারের। আমাদের ওপর তাদের অর্ধ শতাধিক লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে। হামলায় আমাদের ৩ জন গুরুতর আহত হয়েছে। আমরা আইনের সাহায্য চাই।

অভিযুক্তদের কাছে এ বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও আফজাল খান পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিয়ুর রহমান রাজা জানান, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। তদন্ত করে দোষিতদের বিরুদ্ধে প্রচলিত আওতায় আনা হবে।

ইবাংলা/জেএন/২০ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us