চোরের ‘ঘুষিতে’ পটল তুলল মাল্টা চাষি

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে চোরের ঘুষিতে মনু পাঠান (৬৫) নামের এক মাল্টা চাষি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।২২ আগস্ট রবিবার রাত ১১টার দিকে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মনু পাঠান বাটিকাডাঙ্গা গ্রামের মৃত আলী পাঠানের ছেলে।

আরও পড়ুন…রণে ভঙ্গ দিলেন প্রধানমন্ত্রীর আশ্বাসে,কাজে ফিরলেন চা শ্রমিকরা

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘নিহত মনু পাঠানের মাল্টা বাগান থেকে রাতে মাল্টা চুরি করে নিয়ে যায় চোর। রবিবার রাতে মনু পাঠান বাড়ির পাশের মাঠে বাগান পাহাড়া দিচ্ছিলেন। সেসময় তার বাগানে চোর ঢুকে মাল্টা চুরি করছিল। বিষয়টি টের পেয়ে মনু পাঠান এগিয়ে গেলে চোর তার ওপর চড়াও হয়ে ঘুষি মারতে খাকে।’

আরও পড়ুন…খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেওয়া হবে

ওসি আরও বলেন, ‘মনুর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে চোর পালিয়ে যায়। সেখান থেকে মনুকে উদ্ধার করে হাসপাতালে আনার সময় মাঠেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।’

ইবাংলা/তরা/২২ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us