ই-ব্যাংকিং সেবা পাচ্ছেন ৩ লাখ গ্রাহক

ইবাংলা ডেস্ক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ই-ব্যাংকিং সেবার আওতায় এখন ৩ লাখ গ্রাহক। বিদ্যুৎ বিল প্রদানসহ টাকা জমা, তোলা, ট্রান্সফার ও আমানতের টাকা জমা দেওয়ার সুযোগ পাওয়ায় ই-ব্যাংকিং সেবা কার্যক্রম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রাকাব ই-ব্যাংকিং।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গ্রাহকরা ই-ব্যাংকিং সেবা পাওয়ায় জনপ্রিয়তায় এখন শীর্ষে অবস্থান করছে গ্রাহক সেবা। পুরাতন গ্রাহকসহ যে কোন ব্যক্তি হিসাব খোলা মাত্র ই-সেবার আওতায় আসতে পারেন।এর মাধ্যমে গ্রাহকগণ দেশের যে কোন প্রান্ত থেকে বিকাশ এ্যাপ ব্যবহার করে এ্যাড মানি, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপআপসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গ্রাহকরা টাকা ট্রান্সফার করাসহ , আমানতের টাকা জমা দিতে পারছেন। দীর্ঘ সময় নষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে আর টাকা জমা দিতে হবেনা। টাকা ট্রান্সফার করে বিকাশের মাধ্যমে উত্তোলন করা যায়।

আমানত ও ঋণের কিস্তির টাকা জমা দেওয়া সম্ভব হচ্ছে। বিদ্যুৎ বিল প্রদান সুবিধাও রয়েছে। ফলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ই-ব্যাংকিং সেবা কার্যক্রম এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। জেলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায়ে রাকাব সাধারণ মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে থাকে।

one pherma

ই-ব্যাংকিং সেবা পাওয়ায় গ্রাহকরা ঘরে বসেই তাদের লেনদেন করতে পারছেন এতে সময় নষ্ট হচ্ছে না আবার বাড়তি খরচও হচ্ছে না বলে জানান সুফলভোগী গ্রাহকরা। পুরানাপৈল এলাকার গ্রাহক জহুরুল ইসলাম ও বটতলী এলাকার গ্রাহক লুৎফর রহমান বলেন, রাকাব ই-ব্যাংকিং সুবিধা প্রদান করায় আমরা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেইে ব্যাংকিং সেবা নিতে পারছি। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

আরও পড়ুন…রাঙ্গামাটি দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৬

জয়পুরহাট জোনাল ব্যবস্থাপক শাকিল মাহমুদ বাসস’কে জানান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ই-ব্যাংকিং সেবা কার্যক্রম এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ফলে গ্রাহক সংখ্যাও দিন দিন বাড়ছে। উল্লেখ্য, গত ২৩ মার্চ রাকাব ই-ব্যাংকিং এ্যাপস চালুর মাধ্যমে এ সেবা প্রদান করছে।

ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us