গাজীপুরে ধর্ষণের পর তরুণীর ছবি মোবাইলে ধারণ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এক তরুণীকে ধর্ষণের পর মোবাইল ফোনে নগ্ন ছবি ধারণ করার অভিযোগ। এ ঘটনায় অভিযুক্ত মো. রানা (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মোবাইলে ধারণ করা ছবি উদ্ধার করা হয়।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

অভিযুক্ত মো.রানা গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ।বুধবার (২৪ আগস্ট) সকালে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর আড়াইটার দিকে ও ২৮ জুলাই দুপুর ১২টার দিকে অভিযুক্ত রানা তার ভাড়া বাসায় ডেকে নিয়ে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে। পরে ধর্ষণের পর কৌশলে ভুক্তভোগীর অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে রানা।

one pherma

আরও পড়ুন…ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ভুক্তভোগী এ ঘটনায় কোনাবাড়ী থানায় মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে একই দিন দুপুরে তাকে গ্রেফতাররের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us