ইউক্রেন রাশিয়ার হামলার সমালোচনা করায় রুশ রাজনীতিবিদ আটক

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার চলমান হামলার সমালোচনা করায় ইয়েভগেনি রইজম্যান নামে একজন রাজনীতিবিদকে আটক করেছে রুশ কর্তৃপক্ষ। রুশ ওই রাজনীতিক ক্রেমলিনের সমালোচক হিসেবে পরিচিত এবং সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

Islami Bank

বুধবার (২৪ আগস্ট) তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার ইয়েকাতেরিংবার্গ শহরের সাবেক মেয়র ছিলেন ইয়েভগেনি রইজম্যান। রুশ সেনাবাহিনীর সমালোচনা করায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

ক্রেমলিনের অল্প কিছু সমালোচকের মধ্যে একজন রইজম্যান। ২০১২ সালে তিনি মেয়র হিসেবে জয়ী হন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে মস্কো এই হামলাকে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেছে।

এদিকে ইউক্রেনকে নতুন করে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে এই ঘোষণা আসতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ছয় মাস ধরে সংঘাত এখনও চলছে। এরই মধ্যে কিয়েভকে একের পর এক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

one pherma

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সতর্ক করেছে যে, ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে মস্কো। অপরদিকে রুশ সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন…সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

যুক্তরাষ্ট্রের নতুন এই সামরিক সহায়তার আওতায় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। মাত্র কয়েকদিন আগেই ইউক্রেনকে আরও প্রায় ৭৮ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us