মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে দুই আ’লীগ ছাত্রলীগ নেতার মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

ফেসবুকে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের এক নেতা। অভিযুক্তের নাম হোসনে আরা পারুল। মামলার আসামি হোসনে আরা পারুল চট্টগ্রাম নগরের ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

বুধবার (২৪ আগস্ট) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

মামলার বাদীর আইনজীবী রনি কুমার দে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। শিক্ষা উপ-মন্ত্রীর সঙ্গে বাদী ফয়সালের ছবিসহ আপত্তিকর লেখা লিখে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মানহানিকর পোস্ট দেন আসামি হোসনে আরা পারুল। বিভিন্ন সময়ে মানহানিকর লেখা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে তিনি ছড়িয়ে দিয়েছেন।

one pherma

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৮ এপ্রিল মামলার আসামি হোসনে আরা পারুল নিজের ফেসবুক আইডি ব্যবহার করে মামলার বাদী ফয়সালের সঙ্গে শিক্ষা উপ-মন্ত্রীর ছবিসহ একটি মিথ্যা ও মানহানিকর পোস্ট দেন। এ ছাড়াও মামলার আসামি বিভিন্ন সময়ে ছাত্রলীগ নেতা ফয়সালকে নিয়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফেসবুকে মানহানিকর পোস্ট দিয়েছেন।

আরও পড়ুন…স্বামীর পরিকল্পনা ও অর্থায়নেই স্ত্রী মিতুকে হত্যা করা হয়

বাদীর আইনজীবী রনি কুমার দে বলেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫ (২) এবং ২৯ (১) ধারায় মামলাটি করা হয়।

ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us