টাঙ্গাইলে এসিল্যান্ড পরিচয়ে তারা হাতিয়ে নিত লাখ লাখ টাকা

ইবাংলা ডেস্ক

টাঙ্গাইলে এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ও তাদের স্বাক্ষর জাল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে র‍্যাব।

Islami Bank

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৪ আগস্ট) রাতে সদর উপজেলার করটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডুপ্লিকেট কার্বন রশিদ বহির ৭২টি জাল কপি, এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের ১১টি দাপ্তরিক জাল সীল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

গ্রেফতার কৃতরা হলেন, ঘাটাইল উপজেলার মনোরঞ্জন পাল, টাঙ্গাইল সদর উপজেলার হাসেন আলী ও ফজলুর রহমান।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ও তাদের স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল।

one pherma

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার করটিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় প্রতারক চক্রের তিন সদস্য মনোরঞ্জন, হাসেন আলী ও ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন…বন সংরক্ষককে হাইকোর্টে তলব

তিনি আরও জানান, তাদের কাছ থেকে ভূমি অফিসের ডুপ্লিকেট কার্বন রশিদ বহি, এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের দাপ্তরিক জাল সীল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍্যাবের কাছে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা/জেএন/২৫ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us