বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাশিয়ান তেল রপ্তানিতে বাধা থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়া, বড় উৎপাদককারীদের সরবরাহ কমানোর সম্ভাবনা এবং মার্কিন শোধনাগার আংশিক বন্ধ হওয়ার কারণে এ দাম বেড়েছে।

Islami Bank

সকাল ১০টার দিকে দেখা গেছে, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৫৯ সেন্ট বা ০ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১০১ দশমিক ৮১ ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের প্রতি ব্যারেলে দাম ৪২ সেন্ট বা ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৩১ ডলার দাঁড়িয়েছে।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

বুধবার অপরিশোধিত তেলের উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্কের দাম গত তিন সপ্তাহের সর্বোচ্চ বাড়ে। কারণ সৌদি জ্বালানিমন্ত্রী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো ও তাদের মিত্রদের সংস্থা ওপেক দামকে সমর্থন করার জন্য উৎপাদন কমিয়ে দেওয়া হবে বলে জানান । এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত একটি চুক্তির বিষয়ে আলোচনা স্থগিত রয়েছে। এতে দেশটির তেল রপ্তানি পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে, বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের ভোক্তা যুক্তরাষ্ট্র বুধবার বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের পরে ইন্ডিয়ানা শোধনাগারের কিছু ইউনিট বন্ধ করার কথা জানিয়েছে। দৈনিক ৪ লাখ ৩০ হাজার ব্যারেল সরবরাহকারী প্ল্যান্টটি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও শিকাগো শহরের জ্বালানির প্রধান উৎস।

one pherma

ওপেক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তেহরান যদি বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরানের তেল বাজারে ফিরে আসতে পারে। এতে ওপেকের তেল উৎপাদনে যেকোনো কাটছাঁট পূরণ হয়ে যাবে।

আরও পড়ুন…রোববার থেকে ২ জেলায় ট্রাক বন্ধের ঘোষণা

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু পরে তা ক্রমে ১০০ ডলার নিচে নেমে আসে, যা এখন আবার বাড়ছে।

ইবাংলা/জেএন/২৫ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us