নোয়াখালীতে অটোরিকশায় আগুন: ২ বিএনপি নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো,উপজেলার কৌশল্যারবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির সিদ্দিক উল্যার ছেলে মো.মোস্তফা (৪০) কাঁঠালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো.রিন্টু (৫০)।

Islami Bank

আরও পড়ুন…নোয়াখালীতে সিলিন্ডারের আগুনে ৭ দোকান ভস্মিভূত
গতকাল শুক্রবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাসে মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার গভীর রাতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস সড়কের পশ্চিম পাশে রক্ষিত সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

one pherma

আরও পড়ুন…ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি: স্বেচ্ছাসেবক দল নেতা লাদেন গ্রেফতার

তিনি আরও বলেন,আটককৃত অগ্নিসংযোগকারী দুইজনই বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামরা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইবাংলা/জেএন/২৭ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us