বিএনপি’র বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলা

গোলাম কিবরিয়া, বরগুনা :

আওয়ামী লীগে সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ সকল দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলার বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের কতৃক হামলার ঘটনা ঘটেছে।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

শনিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় হাসপাতাল সড়কে উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার ব্যক্তিগত কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগ মোটরসাইকেল বহর নিয়ে দলীয় শ্লোগান দিয়ে এসে সমাবেশ হামলায় করে সমাবেশ বন্ধ করতে বলেন। এ সময় দুই দলই মার মুখে অবস্থান নিলে। পরে পুলিশ দু দলকে সরিয়ে দিয়েছে পরিবেশ শান্ত করেন।

one pherma

পরে বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলম ফারুক মোল্লা। এছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু,যুগ্ন-আহবায়ক এজেডএম সালেহ ফারুক,তালিমুল ইসলাম পলাশ,বামনা উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো: জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান মজনু, ইকবাল কোরাইশি বাবু,ঈসা খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন…নড়াইলে বঙ্গবন্ধু পরিষদের শিশুর সম্পূরক খাদ্য বিতরণ

এ সময় বক্তারা বলেন আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এখন সময় এসেছে এই আওযামী লীগ সরকারকে গদি থেকে নামাতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক আজকের অতর্কিতভাবেই হামলার নিন্দা জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

ইবাংলা/জেএন/২৭ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us