লড়াই বন্ধ করলে ইউক্রেন আর ইউক্রেন থাকবে না

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দার লিয়েন বলেছেন, যদি রাশিয়া ইউক্রেনে তাদের লড়াই বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনে কোনো যুদ্ধ থাকবে না।

Islami Bank

কিন্তু ইউক্রেন যদি রুশদের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনই থাকবে না।২৭ আগস্ট শনিবার ফ্রান্সে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করে ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান৷

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

ভন দার লিয়েন -এর মাধ্যমে মূলত রুশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য সাধারণ ইউক্রেনীয়দের আহ্বান জানিয়েছেন৷ তাছাড়া বিশ্ব যেন ইউক্রেনকে সহায়তা অব্যহত রাখে সেই আবেদনও জানিয়েছেন তিনি৷

তার মতে ইউক্রেন নিজেদের জন্য লড়াই করছে না তারা ইউরোপের জন্যও লড়াই করছে।

one pherma

আরও পড়ুন…স্কুলে আগুন দিলেন যুবক

এ ব্যাপারে উরসুলা ভন দার লিয়েন বলেন, আজ শান্তির জন্য এগিয়ে আসা মানে ইউক্রেনের জন্য এগিয়ে আসা। ইউক্রেন তাদের গণতন্ত্রের জন্য, আত্ম পরিচয়ের জন্য লড়াইকরছে।

ইউক্রেনীয়রা শুধুমাত্র নিজেদের জন্য লড়াই করছে না; তারা ইউরোপের জন্যও লড়াই করছে।

সূত্র: আল জাজিরা

ইবাংলা/তরা/২৮ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us