মেহেরপুর ৪০০ টাকার জন্য খুন, ৩ জনের যাবজ্জীবন

ইবাংলা ডেস্ক

মেহেরপুরে চা দোকানি গোলাম লিয়াকত হত্যা মামলায় মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিন জনকে এক বছর সশ্রম কারাদণ্ড ও মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

রোববার (২৮ আগস্ট) সকালে অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাসের আদালত এ রায় দেওয়া হয় একই দিনে বিকেলে মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত ওলিয়ত খাঁর ছেলে মো. কাবিদুল ইসলাম (৫০), মো. মফিজুল খাঁ (৪০) ও একই গ্রামের আবুল খাঁর ছেলে মো. জমাত আলী খোকা (৪০)। তবে আসামি মো. জমাত আলী খোকা পালাতক রয়েছেন।

আরও পড়ুন…বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ: প্রবাসীর বিরুদ্ধে মামলা

one pherma

এ ছাড়াও এক বছর করে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত তোহরা খাঁর ছেলে লিয়াকত খাঁ (৩৫) ও ভরস খাঁ (৩০) এবং আবু লাইসের ছেলে ছোট খোকন (২৮)। তবে মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন– তাসির হোসেন, অবিদ খাঁ ও মশিউর।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ জানুয়ারি বিকেল ৩টায় বাগোয়ানের হাটে ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত গোলাম মক্করের ছেলে গোলাম লিয়াকত হোসেন খুন হন। পরে লিয়াকতের ভাই মোখলেছুর রহমান বাদী হয়ে নয়জনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা করেন। পরে মামলায় ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করে।

আরও পড়ুন…নর্দান ফাউন্ডেশনের উদ্দ্যোগে গাছের চারা বিতরণ

এ বিষয়ে মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য জানান, এ মামলায় তিনজনকে যাবজ্জীবন ও তিনজনকে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এ মামলার আসামি মো. জমাত আলী খোকা এখনও পালাতক রয়েছেন।

ইবাংলা/জেএন/২৮ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us