পাটের ফলন ও মুল্য নিয়ে কৃষকের মুখ হাসি

ইবাংলা ডেস্ক

বগুড়ায় এবার পাটের ফলন ও মুল্য পাওয়ায় খুশি কৃষক ।লোকসান থেকে বেরিয়ে চাষীরা এখন পাট চাষে লাভের মুখ দেখছে। এতে এ অঞ্চলে সোনালী আঁশ পাট চাষের হারানো গৌরব ফিরে আসার সুযোগ তৈরী হয়েছে। গত বছর থেকে পাটের ভালো দাম পওয়ায় এবার জেলায় পাট চষ বেড়ে গেছে।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

এ বছর ১৩হাজার ৫০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১লাখ ৬৮ হাজার ৫৫০ বেল।
গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ৪ হাজার ১১০ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচলাক এনামুল হক এ কথা জানান ,

বিঘাতে পাট উৎপাদন হয়ে ৮ থেকে ১০ মণ। এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্র অতিক্রম করার আশাবদ ব্যক্ত করেছেন জেলার কৃষি বিভাগ। এ বছর আবহাওয়া ভালো থাকায় বগুড়াতে বিঘা প্রতি পাটের ফলন সাড়ে ৯ মণ ছাড়িয়ে গেছে এমটি জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলায় তোষা জাতের উৎপাদন বেশি হয়ে থাকে।

উত্তরাঞ্চলে বড় পাটের হাট বসে পাবনা জেলায়। পাট কল বগুড়া ভান্ডারের মালিক তোফাজ্জাল হোসেন জানান, বগুড়া প্রায় ১৭ টি পাট কল মালিক পাবনার হাটে পাট কিনতে ভিড় করছে। পাবনার কাশিনাথপুর, সাঁথিয়ার হাটে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ৩২০০ টাকা । বগুড়ার সারিয়াকান্দির পাট বিখ্যাত এখানে ২৭০০ থেকে ২৮০০ টাকা মণ দরে পাট বেচা-কেনা হচ্ছে।

one pherma

এরমধ্যে জেলায় শত শতাংশ জমির পাট কাটা হয়ে গেছে। এ দিকে হাটে নতুন পাট উঠতে শুরু করেছে। এবার পাটের বাজার কৃষককের অনুকূলে। জেলার সারিয়াকান্দি, ধুনট সোনাতলা , গাবতলীতে বেশি পাটের চাষ হয়ে থাকে। এবার জেলার সারিয়াকান্দি উপজেলার গত মঙ্গলবার হাটে ৩ হাজার টাকা মণ দরে পাট বিক্রি হয়েছে।

আরও পড়ুন…বিশ্বে চীন তরমুজ উৎপাদনে শীর্ষে

জেলা মুখ্য পাট কর্মকর্তা সোহেল রানা জানান,এবার পাটের ফলন খুব ভালো হয়েছে। পাটের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার পাটের বাম্পার ফলন হয়েছে। জেলায় ১৪ টি পাট কল আছে এসব পাটকল পাট কেনা শুরু করলে পাটের দাম আরো বাড়বে।

ইবাংলা/জেএন/২৯ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us