শ্রীমঙ্গলে সংহতি সমাবেশের প্রস্তুতিকালে ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

চা শ্রমিকদের ন্যায্য মজুরী বৃদ্ধির দাবিতে সমর্থন জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন শ্রীমঙ্গল এর সংহতি সমাবেশের প্রস্তুতিকালে ছাত্রলীগের অতর্কিত হামলার বিচার ও গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁরা। উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে রাস্ট্র সংস্কার আন্দোলন।

Islami Bank

আরও পড়ুন…সর্বজনীন পেনশন বিল সংসদে উপস্থাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে প্রীতম দাশ বলেন, ‘গত (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনায় একটি সংহতি সমাবেশের আয়োজন করি। সমাবেশ শুরু হওয়ার পূর্বেই পুলিশ আমাদের সমাবেশের অনুমতি নেই এই অজুহাতে সমাবেশ না করার অনুরোধ করে। আমরা তাদের বলি, আমরা যেহেতু কোনরকম উষ্কানীমূলক সমাবেশ করছি না, সেহেতু আমাদের অনুষ্ঠান চালাতে দেওয়া হোক।’

লিখিত বক্তব্য আরো বলেন, ‘সমাবেশস্থলে আগে থেকে হামলার প্রস্তুতি নিয়ে থাকা ছাত্রলীগ এর সন্ত্রাসী আবিদ হোসেন, তাসলিম আহমেদ, রাজন দাস ও মিষ্টু চৌধুরীর নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী রড, কাঠের বর্গা, বাঁশ, জি আই পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা করে।

এতে রাষ্ট্র সংষ্কার আন্দোলন জাতীয় সমন্নয় কমিটির সদস্য রিয়াজ খান গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং হাতে ও পায়ে আঘাত করে। রাষ্ট্র সংষ্কার আন্দোলনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাসের হাতে আঘাত করে মারাত্মকভাবে জখম করে ও ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

one pherma

আরও পড়ুন…ওদের হার্দিক থাকলে আমাদেরও সাকিব আছে

ইতিমধ্যে কিছু প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম পুলিশ প্রশাসনের কেউ কেউ এই হামলা সংগঠনের অভ্যন্তরীন কোন্দলের ফলে ঘটেছে বলে বলতে চেষ্টা করছেন।’ এসময় তারা এই হামলায় অংশগ্রহণকারী সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাস্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমন্নয় কমিটির সদস্য রিয়াজ খান, নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ ও ব্যবসায়ী বাবুল মিয়া প্রমূখ।

ইবাংলা/জেএন/২৯ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us