জ্বালানি তেল ও দ্রব্য মূল্য বৃদ্ধি, গুম ও খুনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায়ও বিএনপির মানববন্ধন পুলিশি বাঁধায় পন্ড হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের পৌরর্মাকেট চত্ত্বরে জেলা বিএনপির এ মানববন্ধন শুরু করলে পুলিশ বাঁধা দিয়ে তা পন্ড করে দেয়। পরে তারা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
অপরদিকে বামনায় নেতাকর্মীদেরকে আসতে বাধা দেয় পুলিশ। সকাল ১১ টায় বুকাবুনিয়া বিএনপির অফিসের সামনে থেকে একটু বিক্ষোভ মিছিল বেরহলে পুলিশ তাতে বাঁধা দেয়া পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানার ও সদস্য সচিব নিয়াজ মোর্শেদ সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্র দলের নেতাকর্মীরা।
আরও পড়ুন… ৭০ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে
এ সময় বক্তারা বলেন আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এখন সময় এসেছে এই আওযামী লীগ সরকারকে গদি থেকে নামাতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। পুলিশ কর্তৃক ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে হত্যার শাস্তি দাবি করছেন তারা
ইবাংলা/জেএন/৩০ আগস্ট ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.