বড়পুকুরিয়ায় শ্রমিক ঐক্য সংগঠনের সভাপতিকে বহিস্কার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৩য় ইউনিট শ্রমিক ঐক্য সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান সংগঠন বিরোধী কার্যকালাপ করায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে সংগঠন থেকে বহিস্কার করেন। গত ২৯.০৮.২০২২ ইং তারিখে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট শ্রমিক ঐক্য সংগঠন এর সভাপতি মোঃ হাবিবুর রহমান সংগঠন বিরোধী কার্যকালাপ করায় গতকাল মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ একটি জরুরী সভার আয়োজন করেন।

Islami Bank

আরও পড়ুন…নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

জরুরী সভায় সংগঠনের সকল সদস্যদের পরামর্শ ক্রমে এবং সদস্যদের সম্মতি ক্রমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠন থেকে মোঃ হাবিবুর রহমান কে সভাপতি পদ থেকে বহিস্কার করেন। সংগঠন বিরোধী কার্যকালাপ করায় সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

one pherma

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ অভিযোগ তুলে বলেন, সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান সংগঠন বিরোধী বিভিন্ন রকম কার্যক্রমে লিপ্ত হয়ে পড়ে। তার এ সব কার্যক্রমে সংগঠনের সুনাম নষ্ট হচ্ছে, এ কারণে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিস্কার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ মনজুরুল ইসলাম, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মোঃ নুর আলম সিদ্দিক মোঃ ফয়জার আলী, মোঃ রফিকুল ইসলাম, মাজেদুর রহমান (১), মোঃ জিন্নাহ, মোঃ মোরশেদ আলী, মোঃ মামুনুর রশিদ ও মাজেদুর রহমান (২)। এছাড়ও সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/৩০ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us