পাঁচ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

দুই ওপেনার নাঈম শেখ ও আনামুল হক বিজয়কে বিদায় করার পর সাকিব আল হাসানকেও সাজঘরে ফিরিয়েছেন মুজিব উর রহমান। নাভিন উল হকের ওভারে পরপর দুটি চার মারলেও মুজিব উর রহমানের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে সোজা স্টাম্পে চলে যায় বল। সাকিব বিদায় নিয়েছেন ৯ বলে ১১ রান করে।

Islami Bank

আরও পড়ুন…‘টপ পারফর্মিং’ ব্যাংকিং অ্যাওয়ার্ড লাভ করেছে ইসলামী ব্যাংক

নাঈমের ব্যর্থতার পর আরেক ওপেনার আনামুল হক বিজয়কেও ফিরতে হলো সাজঘরে। মুজিবের দ্বিতীয় ওভারের শেষ বলে এলবিডব্লু হয়ে মাত্র ৬ রানে ফিরতে হলো এই ওপেনারকে। দলীয় ২৮ রানে ৪ উইকেট হারানোর পর রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.২ ওভারে ২৮ রান। ব্যাট করছেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন।

one pherma

সাকিবের পর বিদায় নিয়েছেন মুশফিকুর রহিমও। রশিদ খান প্রথম ওভার করতে এসেই দ্বিতীয় বলে এলবিডব্লু করে ফিরিয়েছেন ১ (৪) রান করা মুশফিককে। এর আগে মুজিবের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন নাঈম শেখ। দীর্ঘ সময় পর দলে ফেরা নাঈম পূরণ করতে পারেননি প্রত্যাশা। প্রথম ওভারে একটা চার হাঁকালেও দ্বিতীয় ওভারে ফিরেছেন সাজঘরে। স্পিনার মুজিব উর রহমানের বল ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে চলে যায় স্টাম্পে। মাত্র ৬ রান করে বোল্ড হয়ে ফিরতে হলো নাঈম শেখকে।

ইবাংলা/জেএন/৩০ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us