তেল আসা মানেই সমাধান নয়: জ্বালানি উপদেষ্টা

ইবাংলা প্রতিবেদন

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে। রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।

Islami Bank

৩১ আগস্ট বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে, এ ব্যাপারে আমেরিকা আমাদের সমর্থন দেবে আশা করে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমেরিকা এ ব্যাপারে অবগত আছে।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপীই ভাবনার কারণ মন্তব্য করে তিনি বলেন, একদিক বিবেচনা করলে দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল, কারণ সামনে কী হবে জানি না।আগামীতে জ্বালানি তেলের দাম কমবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না জ্বালানি তেলের দাম কোথায় যাবে।

one pherma

তিনি বলেন, রাশিয়া থেকে তেল আসা মানেই সমস্যার সমাধান, বিষয়টি এমন মনে করা উচিত না। কত দামে দেয়, সেটিও দেখার বিষয়।এ সময় জ্বালানি সচিব মো. মাহবুব হোসেন জানান, রাশিয়ার তেলের নমুনা পরীক্ষাধীন রয়েছে।

আরও পড়ুন…চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি
এ সময় চলমান বিদ্যুৎ সংকট নিয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, গরম কমে গেলে এবং কয়লাভিত্তিক প্রকল্পগুলো চালু হয়ে গেলে দু-একের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বিদ্যুতের ওপর চাপ কমবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরে রামপাল উদ্বোধনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলেও জানান তিনি প্রবাসী আয়ের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমাদের ৪ থেকে ৫ মাসের রিজার্ভ আছে। পাশাপাশি রেমিট্যান্সও বাড়ছে।

ইবাংলা/তরা/৩১ আগস্ট ২০২২

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us