ঝালকাঠিতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে ঝালকাঠির নলছিটিতে বেড়াতে এসে এক কিশোরী (১৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Islami Bank

৩১ আগস্ট বুধবার সকালে উপজেলার শেখেরকাঠি গ্রাম থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতাররা হলেন- ওই গ্রামের বাসিন্দা মোজাফফর শিকদার ( ৪৮), আরিফ হোসেন (৩০), শাহিদা বেগম (৪৫) ও আসমা বেগম (৪২)।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী ও অভিযুক্ত শাহিদা বেগম ঢাকার কেরানীগঞ্জে পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন।

সেই সুবাদে শুক্রবার (২৬ আগস্ট) শাহিদা বেগমের বাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। সোমবার (২৯ আগস্ট) বিকেল থেকে ওই কিশোরীকে আটকে রেখে ও ভয়ভীতি দেখিয়ে শাহিদা বেগম ও স্থানীয় আরেক নারী আসমা বেগমের সহায়তায় তাকে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক।

আরও পড়ুন…রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে ছাত্রলীগ: প্রধানমন্ত্রী

one pherma

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে এবং এতে সহযোগিতার অভিযোগে আরও দুই নারীসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করে মঙ্গলবার রাতেই নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা করেন।

পরে অভিযান চালিয়ে দুই নারীসহ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। তবে রাসেল হাওলাদার (৩৫) নামে অভিযুক্ত আরেক যুবক পলাতক রয়েছেন।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন…সীমান্তে আবারও গুলিতে নিহত ১

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চার আসামিকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবাংলা/তরা/৩১ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us