ভারত কিংবা পাকিস্তানকেও বিদায় দিতে পারে আফগানিস্তান: জাদেজা

আন্তর্জাতিক ডেস্ক

এশিয়া কাপে অপ্রতিরোধ্য আফগানিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে মুজিব-রশিদরা। যেখানে ভারত-পাকিস্তানকেও সামলাতে হবে এই ভয়ডরহীন ক্রিকেট খেলা আফগানদের।

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সতর্ক থাকার বার্তা দিয়ে জানালেন, ভারত কিংবা পাকিস্তানকেও বিদায় দিতে পারে এ আফগানিস্তান।এশিয়া কাপে ভারতের পরে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

অন্যদিকে শেষ চার আসরের মধ্যে তিনবারই রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবারের এশিয়া কাপ শুরু হওয়ার আগ পর্যন্ত এই দুই দলের চেয়ে আফগানিস্তান পিছিয়ে ছিল যোজন যোজন। এ নিয়ে মাত্র তিন আসর খেলছে দলটি।

আরও পড়ুন…একই সঙ্গে সামরিক মহড়ায় রাশিয়া-ভারত-চীন, উদ্বেগে যুক্তরাষ্ট্র

অথচ সংযুক্ত আরব আমিরাতে চলতি এশিয়া কাপের গ্রুপ ‘বি’ থেকে তিন দলের মধ্যে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে এ আফগানিস্তানই। পাত্তায় পায়নি শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

বরং এ দুই দলের এক দলকে নিতে হচ্ছে বিদায়।এদিকে ভারতের অলরাউন্ডার জাদেজার ভয়, আফগানিস্তান যেভাবে খেলছে তাতে সুপার ফোরের লড়াইয়ে ভারত কিংবা পাকিস্তানকেও আসর থেকে ফাইনালের আগে বিদায় দিতে পারে এশিয়ার নতুন

পরাশক্তিরা। গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যে ভারত সুপার ফোর নিশ্চিত করেছে। হংকংয়ের বিপক্ষে বড় কোনো অঘটন না ঘটলে এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করবে পাকিস্তান।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

আফগানদের বিপক্ষে সতর্ক থাকার বার্তা দিয়ে সংবাদমাধ্যম ক্রিকবাজকে জাদেজা বলেন, ‘শেষ চারে এই দলের (আফগানিস্তান) বিপক্ষে সতর্ক থাকা উচিত অন্য দলগুলোর। তাদের বিপক্ষে খেলে বড় দলগুলো বিদায় নিলে আমি অন্তত

অবাক হব না।’আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা গুঁড়িয়ে গিয়েছিল মাত্র ১০৫ রানে। আর বাংলাদেশ অনেক কষ্টে রান সংগ্রহ করেছিল ১২৭ রান। মুজিব উর রহমান, রশিদ খানরা বোলিংয়ে কতটা শক্তিশালী সেটা জাদেজাও ভালো জানেন। তিনি

বলেন, ‘তাদের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। বোলিংয়ে কী করতে পারে, সেটা সবারই জানা। ভারত কিংবা পাকিস্তান (তাদের বিপক্ষে) ২ উইকেটে ২০ রান তুললে এরপর তারা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে না। সেই সামর্থ্য আছে দলটির।’

আরও পড়ুন…একই সঙ্গে সামরিক মহড়ায় রাশিয়া-ভারত-চীন, উদ্বেগে যুক্তরাষ্ট্র

আফগানদের বোলিংয়েই যে শুধু ভয়ের কারণ, বিষয়টা এমন না। ব্যাটিংয়ে অপ্রতিরোধ্য তারা। শ্রীলঙ্কার বিপক্ষে নজিবুল্লাহ জাদরানরা ২ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলেছিল মাত্র ১০.১ ওভারে।

আর বাংলাদেশের বিপক্ষে প্রথমে দেখেশুনে খেললেও, শেষ ১৫ বলে তারা তুলেছে ৪৬ রান।আফগান ব্যাটারদের সামর্থ্যের বিষয়ে জাদেজা বলেন, ‘ব্যাটিংয়ে তারা দেখিয়েছে, ওপেনাররা একটা নির্দিষ্ট প্রথায় ব্যাট করতে পারে।

ভারত ও পাকিস্তান দলের বিশ্লেষকেরা তাদের নিয়ে কী পরিকল্পনা করবে? তারা (ব্যাটসম্যানরা) চমকে দিতে পারে এবং গোটা দল তো অবশ্যই পারে।’

ইবাংলা/তরা/১ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us