বিএনপি আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে
ইবাংলা প্রতিবেদন
আন্দোলনের নামে বিএনপি রাস্তায় নেমে মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।৩১ আগস্ট বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অসচ্ছল সাংবাদিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপে বাংলাদেশ ভালো অবস্থানেই আছে। এছাড়া মহামারির মধ্যেও ২০২১ সালে বাংলাদেশ মাথাপিছু আয়ে
ভারতকে অতিক্রম করেছে। অথচ বিএনপি ঢাকার রাজপথে নেমে মানববন্ধন করে মায়া কান্না করছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে জেলার আটজন মৃত, অসচ্ছল ও অসুস্থ সাংবাদিক এবং তাদের পরিবারের মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
ইবাংলা/তরা/১ সেপ্টেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.