গৌরবের ২৮ বছরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, মধুপুরঃ

দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ঐতিহ্য ও গৌরবের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরের কেক কাটা, আলোচনা সভা ও পত্রিকার সাফল্য সমৃদ্ধি কামনায় দোয়ার মধ্যে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…বগুড়ায় ৩০ টাকা কেজিতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়। মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আঃ আজিজ, সাধারণ সম্পাদক এসএম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

one pherma

বক্তরা, মজলুমের কন্ঠ পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে পত্রিকাটি দিন পাঠক প্রিয়তা লাভ করবে এমনটাই প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারা।

পরে অনুষ্ঠানে মজলুমের কন্ঠ পত্রিকার সমৃদ্ধি কামনা করেন দোয়া করা হয়। এসময় মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে ২৮ তম বর্ষপূর্তির কেক কাটা হয়।

ইবাংলা/জেএন/১ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us