১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহের গৌরীপুরে হত্যাসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।গ্রেফতারকৃতের নাম মো. লিটন মিয়া (৩১)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বালুচড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

Islami Bank

আরও পড়ুন… নিজের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লিটনকে আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৩ এর সহকারি পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এসব তথ্য জানান।

one pherma

এএসপি ফারজানা হক জানান, সুনির্দিষ্ট তথ্য প্রযুক্তির ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে, ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

ইবাংলা/জেএন/২ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us