মসজিদে বিস্ফোরণ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে তালেবানপন্থি একজন ধর্মীয় নেতা রয়েছেন। যিনি ওই মসজিদের ইমাম ছিলেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশেটির হেরাত শহরের গুজরগাহ মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন…আবেগ দিয়ে নয়, বাংলাদেশের উচিত মাথা খাটিয়ে খেলা

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, মুজিব রহমান আনসারি কয়েকজন রক্ষী ও বেসামরিক লোকদের নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে নিহত হয়েছেন।সবিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানাননি তিনি।তালেবানপন্থী ওই ইমাম তার কয়েকজন প্রহরী ও বেসামরিক নাগরিকদের সঙ্গে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেন।

এদিকে ব্লমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

ইবাংলা/জেএন/২সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us