পকেটমারের খপ্পরে খোয়া গেল জবি শিক্ষার্থীর ফোন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো.রাকিব বিন আমিন পকেমাটের খপ্পরে পড়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী বাসাবো থেকে তুরাগ বাসে করে টিউশনের উদ্দেশ্য মালিবাগ যাচ্ছিলেন। বাস থেকে নামার সময় দেখেন তার ওয়ানপ্লাস ৯ ফোনটি নেই তার পকেটে নেই। তাৎক্ষনিক ভাবে আরেক জবি শিক্ষার্থী তৌফিকুর রহমানের সহযোগিতায় যাত্রীদের তল্লাশি করেও কারো কাছে কিছু পায়নি।

Islami Bank

আরোও পড়ুন………তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ২ সেপ্টেম্বর (শুক্রবার) আমি একটা টিউশন করে মালিবাগ আরেকটা টিউশনের উদ্দেশ্যে তুরাগ বাসে করে রওয়ানা হই। বাসে ভীড় হওয়াতে দাঁড়িয়েই ছিলাম। নামার আগে ২ মিনিটের মত বসেছিলাম। বাস থেকে নামার সময় হঠাৎ দেখি আমার পকেটে ফোন নেই। তাৎক্ষনাত সবাইকে তল্লাশি করেও কিছু না পেয়ে আমার বন্ধুদের খবর দিই। কিছু বুঝে উঠতে পারছিলাম না কি করবো। অনেক কষ্ট করে ফোনটি কিনেছিলাম। এরপর সবুজবাগ থানায় একটি অভিযোগ করেছি ফোন উদ্ধারের জন্য একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ৮৭।

one pherma

সবুজবাগ থানার এএসআই মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফোন ছিনতাই এর একটা জিডি করা হয়েছে বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

ইবাংলা/আরএস/৩ সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us