বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে৷ রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ৯ টা থেকে ৪টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোট শেষ হয়েছে।
নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৮১ জন প্রতিদ্বন্দ্বীতা করছে৷ দুই বছর মেয়াদি কমিটিতে এবছর ভোটার সংখ্যা ১০৪২ জনের মধ্যে ৯৬৯ জন ভোট দিয়েছেন৷ নির্বাচনকে ঘিরে তুমুল সংঘর্ষ চলছে বলে জানান সদস্যরা।
বায়রা এর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৪) সাবেক সভাপতি আবুল বাশারের নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদ ৩০৭ প্যানেল ভোট এগিয়ে রয়েছে। সাবেক মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন স্বপনের নেতৃত্বাধীন সম্মিলিত গণতান্ত্রিক জোট ২৮৪ প্যানেল ভোট পেয়ে দ্বিতীয়তম স্থানে রয়েছে।
আরোও পড়ুন……জামায়াত পুত্র হাশেম রেজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
অপর দিকে সাবেক সিনিয়র সহসভাপতি ড. মোহাম্মদ ফারুকের নেতৃত্বাধীন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ৫৫টি প্যানেল ভোট পেয়ে তৃতীয়তম স্থানে রয়েছে। সর্বমোট প্যানেল ভোট কাস্ট হয়েছে ৬৪৬ ভোট। ১ হাজার ৪২ ভোটের মধ্যে ৯৬৯ ভোট কাস্ট হয়েছে। রাত ৯ঃ৩০ অবধি সোনারগাঁও হোটেল থেকে একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোট গণনার এক পর্যায়ে হট্টগোল শুরু হলে কিছুক্ষণের জন্য ভোট গণনা স্থগিত করা হয়। পরে তেজগাঁও থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ভোট গণনা কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কড়া পুলিশী প্রহরায় পুনরায় বাকি ভোট গণনার কাজ চলছিল।
নির্বাচিত কমিটি না থাকায় দীর্ঘ দিন যাবত বায়রায় প্রশাসক নিয়োজিত ছিল। অনেক দিন পর বায়রায় ভোটের সুযোগ ফিরে পাওয়ায় সরেজমিনে গিয়ে দেখা গেছে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড এবং ৩ সদস্য বিশিষ্ট আপীল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মিরাজুল ইসলাম উকিলের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
রাত সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। বায়রা নির্বাচনকে ঘিরে সোনারগাঁও হোটেলের আশপাশসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে তিনটি প্যানেলের রঙিন পোষ্টারে ছেয়ে গেছে। রাতে ভোট গণনা নিয়ে উভয় পক্ষের মাঝে চরম হট্টগোল চলছিল।
ইবাংলা/আরএস/৩ সেপ্টেম্বর,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.