বগুড়ায় সড়কদূঘটনায় এক মহিলাসহ ২ জন নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়া রংপুর সড়কের শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে একটি যাত্রীবাহী বাস চাপায় মোটর সাইকেল চালক সহ দুই জন নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান।

Islami Bank

আরও পড়ুন…পাটপণ্যের রফতানি আরো প্রদর্শণী করার নির্দেশ মন্ত্রীর

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ২ টায় বগুড়া রংপুর সড়কের শিবগঞ্জ থানার রহবল নামক স্থানে বগুড়া অভিমুখি একটি মোটর সাইকেল কে পিছন থেকে বগুড়া অভিমুখী একটি যাত্রী বাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সাকিল (২২) ও অজ্ঞাত নামা এক মহিলা (২০) মারা যান।

one pherma

পুলিশ ঘটনার পর পরই বাসটি ও বাসের চালক এবং হেলপার কে আটক করেছে। নিহত সাকিল শিবগঞ্জ উপজেলার পলমিহাট গ্রামের আব্দুল মজিদের পুত্র।

ইবাংলা/জেএন/০৪সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us