চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

চেকের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। গ্রেফতারকৃত মো.মোশারেফ হোসেন মিলন (৫৭) উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (৪ সেপ্টম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, গতকাল সোমবার ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Islami Bank

আরও পড়ুন…ডিএমপি কমিশনারের খোলামেলা বক্তব্য

পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে চেকের চারটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মিলনকে ঢাকার যাত্রা বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬টি চেকের মামলা রয়েছে।

one pherma

গ্রেফতারকৃত আসামি ৪টি মামলায় ৪ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চার কোটি একাশি লক্ষ পয়ষট্টি হাজার তিনশত আটচল্লিশ) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এসপি আরো জানায়, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে মিলনকে মঙ্গলবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ইবাংলা/জেএন/০৪সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us