দীর্ঘদিন পর অবশেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছ (৭ সেপ্টেম্বর) বুধবার। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সম্ভাব্য সভাপতি-সম্পাদক প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার ছেঁয়ে গেছে পুরো উপজেলা জোড়ে। সম্মেলন তারিখ ঘোষণার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষংছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজা উল করিম।
আরও পড়ুন…মেয়াদ উত্তীর্ণ রং দিয়ে কেক: লাখ টাকা অর্থদণ্ড
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ জানান, নাইক্ষংছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি সাধারন সম্পাদক পোস্টটা গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সম্পন্ন করবো। নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি আমরা ইতোমধ্যে নিয়ে রাখছি। এবং যারা ছাত্র রাজনৈতির সাথে জড়িত তারাই আগামীতে ছাত্রলীগের কমিটি অন্তভুক্ত হবেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, সম্মেলন উদ্ধোধন করবেন জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনি সুশীলসহ জেলা ও উপজেলা আওয়ামীগ এবং ছাত্রলীগের নেতাকমীরা বক্তব্য রাখবেন।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সভাপতি-সম্পাদক পদে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও সভাপতি পদে শুনা যাচ্ছে – তারা হলেন, বাইশারী ইউনিয়নের ছালেহ নূর করিম রিপন, সদর ইউনিয়নের মেহেদী হাসান সানি, রেজাউল করিম, ইরফান মাহাবুব রায়হান, ঘুমধুম ইউনিয়নের বায়েজিদ মুহাম্মদ আরিফ।
আরও পড়ুন…রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার
অপরদিকে সাধারণ সম্পাদক পদে শুনা যাচ্ছে, সদর ইউনিয়নের মুমিনুল আলম মুমু, মুহাম্মদ ফয়সাল আজাদ, মহি উদ্দীন মানিক, ঘুমধুম ইউনিয়নের বোরহান আজিজ।
ইবাংলা/জেএন/০৫ সেপ্টেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.