এশিয়া কাপের দৌড়ে এগিয়ে যারা

ইবাংলা প্রতিবেদন

সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষে এখন চলছে সুপার ফোর পর্বের খেলা। এবারের আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গত দুই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ ও বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নেওয়া হংকং।

Islami Bank

সুপার ফোরে প্রতিটি দল নিজেদের বিপক্ষে খেলার পর সর্বাধিক পয়েন্টধারী দুটি দল খেলবে এবারের আসরের ফাইনাল।গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপে পাকিস্তান ও হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

অন্যদিকে গ্রুপ ‘বি’ -এ শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। গত দু আসরের ফাইনালিস্ট বাংলাদেশ জয় পায়নি কোন ম্যাচেই।গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও সুপার ফোরের ম্যাচে পাকিস্তান ঠিকই হারিয়ে দিয়েছে

ভারতকে। অন্যদিকে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিয়ে শ্রীলঙ্কাও হারিয়েছে আফগানদের। প্রথম ম্যাচে জয় পাওয়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কা এই মুহূর্তে এগিয়ে আছে ফাইনালে ওঠার লড়াইয়ে।

আরও পড়ুন…হাসিনা-মোদি বৈঠক আজ

টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহক ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার দৌড়ে এগিয়ে পাকিস্তানেরই দুই তারকা। ব্যাট হাতে সবাইকে টেক্কা দিয়েছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

রান করায় তার সঙ্গে পাল্লা দিচ্ছেন ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলি ও আফগানিস্তানের তরুণ ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ।

আরও পড়ুন…চবিতে দুই গ্রুপের সংঘর্ষ হতাহত অনেক

one pherma

অন্যদিকে বল হাতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ ও আফগানিস্তানের মুজিব উর রহমানের মধ্যে। বাকিদের মধ্যে লড়াইয়ে আছেন ভারতের ভুবনেশ্বর কুমার ও পাকিস্তানের আরও দুই তারকা।

চলুন দেখে নেওয়া যাক সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহের লড়াইয়ে আছেন কারা –

সর্বোচ্চ রান:

১. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ১৯২ রান
২. বিরাট কোহলি (ভারত) – ১৫৪ রান
৩. রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান) – ১৩৫ রান
৪. সূর্যকুমার যাদব (ভারত) – ৯৯ রান
৫. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) – ৯৮ রান

আরও পড়ুন…প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার

সর্বোচ্চ উইকেট:

১. মোহাম্মদ নেওয়াজ (পাকিস্তান) – ৭ উইকেট
২. মুজিব উর রহমান (আফগানিস্তান) – ৭ উইকেট
৩. ভুবনেশ্বর কুমার (ভারত) – ৬ উইকেট
৪. শাদাব খান (পাকিস্তান) – ৬ উইকেট
৫. নাসিম শাহ (পাকিস্তান) – ৫ উইকেট

ইবাংলা/তরা/৬ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us