মধুপুরে পানিতে ডুবা নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় টাঙ্গাইল ফায়ারসার্ভিসের ডুবুরি ইউনিট মধুপুর পৌরসভার জটাবাড়ী পূর্বপাড়া গোঁজাখাল থেকে মরদেহ টিউদ্ধার করেন। নিহত শিশুর নাম শাহাদত হোসেন (১০)। নিহত ঐ শিশু পৌর শহরের শাহ আলমের ছেলে।  সোমবার বিকেলে উপজেলার জটাবাড়ী এলাকা গোঁজাখালে বল নিয়ে গোসল করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।

Islami Bank

আরও পড়ুন…সাঁওতালদের জমি-বসতবাড়ি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

নিহতের স্বজনরা জানান, শাহাদত হোসেন গত রবিবার মধুুপুর বাবারবাড়ি থেকে জটাবাড়ি গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। গত সোমবার নানার বাড়ি আশেপাশে শিশুদের সাথে স্থানীয় হাওদা বিলের গোঁজাখালে বলনিয়ে গোসল করতে যায়। এ সময় শাহাদত সাঁতার নাজানায় পানিতে ডুবে যায়। সঙ্গীয় শিশুরা তার নানার বাড়িতে খবর দিলে স¦জন ও স্থানীয়রা পানিতে খোঁজা খুঁজি শুরু করেন।

এক পর্যায়ে বিকেলে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও ডিফেন্সের ডুবুরি ইউনিটকে খবর দিলে বিকাল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। রাতে আলো স¦ল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করে মঙ্গলবার সকাল থেকে পুনঃরায় উদ্ধার অভিযান পরিচালনা করে বেলা ১১ টার দিকে মৃত দেহটি উদ্ধার করতে সক্ষম হয়।এ সময় সকাল থেকেই খালের দু’পারে উৎসুক জনতার ভীড় জমে। নিহত স্বজন দের কান্নায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট স্বজনদের কাছে হস্তান্তর করেন।

one pherma

আরও পড়ুন…রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মোদি

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ারসার্ভিসের ডুবুরি ইউনিটের লিডার বেলাল হোসেন জানান, গত সোমবার বিকেলে নিখোঁজের সংবাদ পেয়ে ডুবুরির দল উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যা হওয়ায় আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইবাংলা/জেএন/০৬ সেপ্টেম্বর ২০২২

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us