প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তি: প্রবাসী যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Islami Bank

অভিযুক্ত প্রবাসী যুবকের নাম মো.সাইফুল ইসলাম (৩৮) সে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো.রফিক ওরফে ডুবাইওয়ালা রফিকের ছেলে এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী।

আরও পড়ুন…সেনবাগে দিনমজুরের মরদেহ উদ্ধার

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। সেখান থেকে সে তার ব্যক্তিগত আক্রোশে বিভিন্ন মিথ্যা বানোয়াট পোস্ট করে মানুষের সম্মানহানি করে আসছে।

one pherma

এ ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে অভিযুক্ত সাইফুল তার নিজের ফেসবুক আইডি থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য কটূক্তি করে প্রধানমন্ত্রীকে দেশ ও জাতীর কাছে হেয় প্রতিপন্ন ও সম্মান হানির চেষ্টা করে।

আরও পড়ুন…পুলিশের ওপর হামলার মামলায়: বিএনপির ৩ নেতাকর্মি গ্রেফতার

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

ইবাংলা/জেএন/০৭ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us