সিরাজগঞ্জ বজ্রপাতে নিহত ৫ কৃষক

ডেস্ক রিপোর্ট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৫ কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকষি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Islami Bank

আরও পড়ুন…উপকূলীয় এলাকায় ব্যবহার্য প্লাস্টিক বন্ধে কাজ করছে সরকার

পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে চারা রোপনের কাজ করছিলেন কৃষকরা।

one pherma

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

ইবাংলা/জেএন/ ৮ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us