ফেনীতে ১৩০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

টেকনাফ থেকে ইয়াবা আনার সময় ফেনীতে মোহাম্মদ ইমরান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তিনি কক্সবাজারের টেকনাফ পৌরসভার পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা।

Islami Bank

আরও পড়ুন…মঙ্গলবার যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় এক হাজার ৩০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

one pherma

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ফেনীর মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অভিযান চালান। এসময় সেখানে মোহাম্মদ ইমরানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটকের পর তল্লাশি করে তার পকেট থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। পরে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ইবাংলা/জেএন/১২সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us