’দিন দ্য ডে’ মুক্তি উপলক্ষে মালয়েশিয়ায় যা বললেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। তাদের মাধ্যমেই দর্শক প্রথমবার বিদেশি সিনেমার মতো অ্যাকশন দেখার সুযোগ পেয়েছেন। বলছি অনন্ত জলিল ও বর্ষার কথা।

দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এই জুটি। গত ১০ জুলাই দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি। মুক্তির পর থেকেই প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন তারা।

আরও পড়ুন…বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর সিদ্ধান্তের কপি উধাও!

ইতোমধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।এদিকে দেশে মুক্তির পাশপাশি এবার ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ উপলক্ষ্যে সোমবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা ছাড়েন অনন্ত-বর্ষা।

মালয়েশিয়া পৌঁছে মঙ্গলবার সকালে অফিসিয়াল ফেসবুক থেকে লাইভে আসেন অনন্ত, সঙ্গে ছিলেন বর্ষা। এ সময় মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’র মুক্তি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি আগামীতে বাংলা সিনেমা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন দুজন।

ভিডিওতে অনন্ত জলিল বলেন, “পৃথিবীজুড়ে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই বোনেরা আছেন- সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই। এটা হলে প্রডিউসাররা আরও ইনভেস্ট করবেন। ভালো ভালো সিনেমা হবে। শিল্পী, কলাকুশলীরা কাজ করতে পারবেন।” ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দিন দ্য ডে’। অনন্ত জানান, দেশটিতে পরের সপ্তাহে আরও বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন…ঘুষের টাকাসহ গ্রেফতার:কাস্টমস কর্মকর্তার ৫ বছরের কারাদন্ড

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। যদিও এই বাজেট নিয়ে রয়েছে প্রশ্ন। তবে এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় ছিলো ‘দিন-দ্য ডে’।

ইবাংলা/জেএন/১৩ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us