জামালপুরের বকশীগঞ্জে বশির খাজার মাজার সংলগ্ন মাদ্রাসা থেকে অজ্ঞাত (৩০) একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের আজমিরগঞ্জ দরবার শরীফের একটি মাদ্রাসার কক্ষ থেকে অজ্ঞাত একজনের মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন…ভাষা এবং ভাবনার নৈকট্য তৈরি করেছেন রবীন্দ্রনাথ
স্থানীয়দের ধারনা পীর নাসির উল্লাহ শাহীনের মৃত্যুর খবর শুনে তিনি আত্মহত্যা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি থানায় আনার প্রস্তুতি চলছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফয়সাল আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইবাংলা/আরএস/ ১৪ সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.