বিয়ের পর প্রথমবার ক্যামেরার সামনে ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

জীবনে তারা একসঙ্গেই,মুখে হালকা হাসি তবুও আক্ষেপ, নয় কেনো ক্যামেরায়! এবার সেটি হতে চলেছে। আগামী দিনে এভাবেই দর্শকের সামনে ধরা দিতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ প্রথম বার ক্যামেরার সামনে। কিন্তু ঠিক কোন অবতারে ধরা দেবেন তারা?

Islami Bank

আরও পড়ুন…এক গোলে দুই রেকর্ড মেসির

জানা গেছে, তবে সিনেমা নয়, বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। ফাঁস হয়ে গেল বিজ্ঞাপনের মুহূর্ত। ফাঁস হয়ে গেল ভিকি-ক্যাটরিনার বিজ্ঞাপনের এক ঝলক।

one pherma

তবে কিসের বিজ্ঞাপন, বিষয় কী? কোনওটাই এখনও জানা যায়নি। কিন্তু ভিক্যাটকে একসঙ্গে দেখেই শুরু যাবতীয় চর্চার। হাতে টুপি, ডাব নিয়ে মনে হচ্ছে সমুদ্র সৈকতে যেন বেড়াতে যাচ্ছেন দু’জন। এই ছবিগুলো দেখে আন্দাজ করাই যায় এ বার নিশ্চয়ই কোনও পর্যটনের বিজ্ঞাপনেই দেখা যাবে তাদের।

প্রসঙ্গত, ২০২১ সালের শেষে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন ভিকি, ক্যাটরিনা। তার পর থেকেই দর্শকের মনে উত্তেজনার শেষ নেই। শুধু বিজ্ঞাপনে নয়, এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় সবাই।

ইবাংলা/জেএন/১৫ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us