সিইসির অনুপস্থিতিতে দায়িত্ব পালনে আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার অনুপস্থিতিতে সিইসির প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

Islami Bank

আরও পড়ুন…মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপসচিব (সংস্থাপন-২) মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কাজী হাবিবুল আউয়াল ১৩ সেপ্টেম্বর রাত থেকে জ্বরে আক্রান্ত হন। পরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এজন্য বুধবার নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করলেও সেখানে তিনি অনুপস্থিত ছিলেন।

one pherma

আরও পড়ুন…রাসেল বাঁ পায়ে লিখে পরীক্ষা দিচ্ছে

সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন বলেন, মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ পজিটিভ। বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ইবাংলা/জেএন/১৫ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us