উখিয়ায় এপিবিএন সদস্যকে কোপাল সন্ত্রাসী রোহিঙ্গা

জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য শহিদুলকে কুপিয়েছে ৩/৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন…দেশের প্রথম ৬ লেনের কালনা সেতু উদ্বোধনের জন্য প্রস্তুত

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বালুখালীর নৌকার মাঠ এলাকার ক্যাম্প-৭ এর ব্লক -ডি ৫ এর রাস্তার ওপর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ।

তিনি জানান, কনস্টেবল শহিদুল ক্যাম্প ৭ এ আসার সময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে দেখা হয়। এসময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। পরিচয় জানতে চাওয়ায় রোহিঙ্গা দুর্বৃত্তরা তাকে কোপায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

ইবাংলা/জেএন/১৭ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us