রানির কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ শ্রদ্ধা জানিয়েছেন লন্ডনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনে । এ সময় তার সঙ্গে ছিলেন, বোন শেখ রেহানা এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

Islami Bank

রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে রানির মৃত্যুতে খোলা শোক বইতেও তিনি স্বাক্ষর করেন।

আরও পড়ুন…যশোর শিক্ষাবোর্ডের বানান ভুল গুনতে হবে কোটি টাকা

শোক বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ, আমার পরিবার ও আমার ছোট বোন রেহানার পক্ষে গভীর শোক জ্ঞাপন করছি।’

এদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ বিশ্ব নেতাদের অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ রানির কফিনে।

one pherma

শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে ২ হাজার অতিথি, প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের সরকার প্রধানসহ ৫০০ বিদেশি বিশিষ্ট ব্যক্তি এবং ৪ হাজার সেবাকর্মী লন্ডনে জড়ো হয়েছেন। সোমবার ওয়েস্টমনিস্টার অ্যাবিতে হবে তার শেষকৃত্য।

রানির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ। তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

আরও পড়ুন…প্রধানমন্ত্রীকে রাজা তৃতীয় চার্লসের ফোন

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে গত বৃহস্পতিবার লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষকৃত্য শেষে প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।

ইবাংলা/জেএন/১৮ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us