বান্দরবানে উন্নয়ন কাজ উদ্ভোধন করলেন পার্বত‍্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

বর্তমান সরকারের সময়েই পাহাড়ে সবচেয়ে বেশি উন্নয়ন কাজ হয়েছে এ সরকারে আমলে বলে মন্তব‍্য করেছেন পার্বত‍্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেছেন উন্নয়নের সুফল সাধারন মানুষের দুরগোরায় পৌছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

Islami Bank

আরও পড়ুন…ইবিতে জামালপুর জেলা কল্যাণের সভাপতি নাহারুল-সম্পাদক শাকিল

মঙ্গলবার সকালে মন্ত্রী থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়নের মনাই পাড়া এলাকায় উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অর্থায়নে দুই কোটি টাকা ব‍্যয়ে বৌদ্ধ বিহার, সড়ক নির্মানসহ ৪টি উন্নয়ন কাজের উদ্ভোধন কালে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন।

এ সময় পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সদস‍্য মোঃ হারুনর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর,জেলা প্রশাসকের নিবাহী ম্যাজিষ্ট্রট প্রবীর বিশ্বাস,পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোড বান্দরবানের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ,নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,জেলা পরিষদ নিবাহী প্রকৌশলী জিয়াউর রহমান,জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা অং মারমাসহ জেলা ও উপজেলা আওযামী লীগ নেতাকমীরা উপস্থিত ছিলেন ।

one pherma

আরও পড়ুন…বাউন্ডারী না থাকা ও জলাবদ্ধতায় চরম ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা

পরে বীর বাহাদুর ফান্ডেশনের উদ্যাগে বলিপাড়া মনাই পাড়া গরীর অসহায় ৬০জন ছাত্র ছাত্রীকে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরন করেন । এবং বিকেলে মন্ত্রী স্থানীয় টাউন হলে উপজেলা আওয়ামী লীগের এক মত বিনিময় সভায় মিলিত হন।

ইবাংলা/জেএন/২০ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us