চ্যাম্পিয়নদের দেখতে বিমানবন্দরে হাজির হয়েছেন অনেক সমর্থক

ইবাংলা প্রতিবেদন

চ্যাম্পিয়নদের জন্য বিমানবন্দরে গণমাধ্যমের উপচে পড়া ভিড় কিছুক্ষণ পরই সাবিনা খাতুনরা ঢাকায় এসে পৌঁছাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেট দিয়ে বের হবেন তারা। সাবিনাদের এক নজর দেখতে হাজির হয়েছেন অনেক সমর্থক।

Islami Bank

বুধবার (২১ সেপ্টেম্বর ) দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।সাফ নারী চ্যাম্পিয়ন দলকে বরণ করতে প্রস্তুত হয়েছে ছাদ খোলা বাস। ঢাকা শহরে ছাদ খোলা বাস নেই। বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পুরণ করা হচ্ছে।

আরও পড়ুন…নোয়াখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ফুটবল দল এসেছে সাবিনাদের শুভেচ্ছা জানাতে। বিকেএসপি নারী ফুটবল দলের কোচ জয়া চাকমা বেশ উচ্ছ্বসিত, ‘জাতীয় দলের সাবেক ফুটবলার হিসেবে এটা আমার দারুণ মুহূর্ত। এই সাফে আমিও অংশ ছিলাম রেফারি হিসেবে।’ বিকেএসপির নারী ফুটবলাররাও সাবিনাদের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন।

one pherma

বিকেএসপির ফুটবলাররাও ছাড়াও আছেন অনেক সাধারণ সমর্থক। এদের অধিকাংশকে দেখা গেছে বসুন্ধরা কিংসের জার্সিতে৷ ক্রিকেটের সমর্থক টাইগার শোয়েবকেও দেখা গেছে ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে। বিমানবন্দরে রয়েছে অনেক উৎসুক জনতা।

দীর্ঘদিন পর বাংলাদেশে আসছে ফুটবলে চ্যাম্পিয়ন ট্রফি। এই ট্রফি আসার সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমের উপচে পড়া ভিড়। টিভি চ্যানেলগুলো লাইভ করছে কিছু সময় পর পর। প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকরাও আপডেট দেয়ায় ব্যস্ত হয়ে আছেন।

ইবাংলা/জেএন/২১ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us