যুক্তরাষ্ট্র ও চীন সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ নীতি মেনে দ্বিপাক্ষিক সম্পর্ক করবে
আন্তর্জাতিক ডেস্ক
ছাই ইউয়ে মুক্তা: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি আলফ্রেড কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ওয়াং ই বলেন, কিসিঞ্জার চীনা জনগণের পুরাতন ও ঘনিষ্ঠ বন্ধু। তিনি চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে ঐতিহাসিক অবদান রেখেছেন। তিনি দু’দেশের সম্পর্ক উন্নয়নে আগের মতোই ভূমিকা রাখবেন বলে বেইজিং আশা করে।
আরও পড়ুন…কেউ কেউ ‘নতুন স্নায়ুযুদ্ধের’আশঙ্কা করছেন: চীনা পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ই আরও বলেন, চলতি বছর হলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফর ও ‘শাংহাই ইস্তাহার’ প্রকাশিত হওয়ার ৫০তম বার্ষিকী। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, দু’দেশকে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, ও সহযোগিতার নীতি অনুসরণ করে যেতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চীনের ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা না-করা, চীনের বিরুদ্ধে জোটকে শক্তিশালী করতে না-চাওয়া, ‘তাইওয়ানের স্বাধীনতা’-কে সমর্থন না-করা, এবং চীনের সাথে সংঘাতে না-জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের আসল অচরণ এ প্রতিশ্রুতির বিরুদ্ধেই যায়।
সাক্ষাৎ-এ কিসিঞ্জার চীনা নেতাদের সাথে ‘শাংহাই ইস্তাহার’-এ পৌঁছানোর ঐতিহাসিক অভিজ্ঞতা স্মরণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিৎ সংঘাতের পরিবর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা। সূত্র:সিএমজি।
ইবাংলা/জেএন/২১ সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.