সরাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো.রুবেল মিয়া

সরাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক এগারো টার দিকে উপজেলার বড্ডাপাড়া সালেক শাহ মোড়ের তেরোকান্দা সড়ক থেকে ৩৯০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

Islami Bank

আরও পড়ুন…পুকুর ভরাট করে ভবন নির্মাণ, ৭ জনের নামে মামলা

সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বড্ডাপাড়া সালেক শাহ মোড়ের তেরোকান্দা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মোঃ তারিকুল ইসলাম, এএসআই মোঃ রুবেল আখন সঙ্গীয় ফোর্স দুই মাদক ব্যবসায়ীকে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

one pherma

গ্রেফতারকৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আরিফাইল গ্রামের সমশের আলী’র ছেলে জাকির মিয়া(২২), পূর্ব কুট্রাপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে দানিছ মিয়া(৩০)।

এই ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

ইবাংলা/জেএন/২১ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us