বিমান বন্দরে সাফজয়ী কৃষ্ণাদের ব্যাগ থেকে ২ লাখ টাকা চুরি!

ইবাংলা প্রতিবেদন

সাফ চ্যাম্পিয়ন নারী দলের ২ খেলোয়াড়ের ব্যাগ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডলার হারানোর অভিযোগ উঠেছে। যা টাকায় ২ লাখ টাকার সমান। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে এসে ব্যাগে রাখা ডলারগুলো খুঁজে পাননি।

Islami Bank

বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’

আরও পড়ুন…মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর যোগদান

অন্যদিকে মার্জিয়ার ব্যাগ থেকে কিছু সংখ্যক নেপালি মুদ্রা হারানোর কথা জানিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন।এছাড়াও অনেকের লাগেজের তালা ভাঙ্গা ছিল বলেও জানানো হয়। যেখানে শাড়ি, প্রসাধনীসহ মূল্যবান উপহার সামগ্রী ছিল বলে জানা যায়। সারাদিনের সংবর্ধনা শেষে ফুটবলার যখন লাগেজ হাতে পান, তখন বিষয়টি নজরে আসে তাদের।

এত ডলার খোয়া গেলেও দুই জন এখনো বিমানবন্দর কতৃপক্ষ অথবা বাংলাদেশ বিমান এয়ারলাইনসকে কোনো অভিযোগ জানানো হয়নি। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে দুই জন বিষয়টি খেয়াল করেছেন।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফেডারেশন থেকে বিমানবন্দরে যোগাযোগ করা হতে পারে।

one pherma

কৃষ্ণা ও শামসুন্নাহার দুই জনই সিনিয়র ফুটবলার। গত কয়েক বছরে তারা অনেক বার বিদেশে ভ্রমণ করেছেন। বাংলাদেশ বিমানবন্দরে এ রকম খোয়ার ঘটনা নতুন নয়। এরপরও এত ডলার লাগেজ ব্যাগেজে রাখায় সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছেন। যদিও কৃষ্ণা ও শামসুন্নাহার উভয়ে তালা দিয়েই লাগেজ ব্যাগেজে ডলার রেখেছিলেন।

আরও পড়ুন…যেভাবে সোনালি মুরগির ডিম উৎপাদন বাড়াবেন

বিমানবন্দরে একদফা সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে চড়ে মতিঝিলের বাফুফে ভবনে যাওয়ার পথে মানুষের ভিড়ে গাড়ি যেন এগোচ্ছিলই না। উৎসুক জনতাকে নিরাশ করেননি ইতিহাসগড়া মেয়েরা। ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করেই সারাটা সময় হাত নাড়িয়ে ট্রফি উঁচিয়ে অভিবাদনের জবাব দিয়ে গেছেন তারা।

ইবাংলা/জেএন/২২ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us