জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ওয়াং ই বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন চলাকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

ওয়াং ই বলেন, বিশ্ব আজ পরিবর্তন এবং বিশৃঙ্খলায় পরিপূর্ণ। তাই মহাসচিব আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে উচ্চস্বরে আহ্বান জানিয়েছেন। এর সঙ্গে চীন দৃঢ়ভাবে একমত।

তিনি বলেন, ‘আমরা সর্বদা বিশ্বাস করি যে, বড় রাষ্ট্র, বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর আন্তর্জাতিক আইন মেনে চলা, জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা, প্রকৃত বহুপাক্ষিকতা অনুশীলন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্ব দেওয়া উচিত। তবে, পরিতাপের বিষয় হচ্ছে: কিছু বৃহৎ দেশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বহুপাক্ষিকতার নামে একতরফাবাদের চর্চা করে এবং তথাকথিত ‘নিয়ম’ রক্ষার আড়ালে তারা সর্বত্র ‘ছোট বৃত্ত’ এবং ‘ছোট গ্রুপ’ তৈরি করে।

আরও পড়ুন…নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

তিনি বলেন, চীন দৃঢ়ভাবে জাতিসংঘের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে দৃঢ়ভাবে সমর্থন করবে এবং শান্তি ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বৃহত্তর ভূমিকা পালনে জাতিসংঘকে দৃঢ়ভাবে সমর্থন করবে।

বহুপাক্ষিকতাকে সমর্থন করা এবং আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন এগিয়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের দীর্ঘস্থায়ী গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে মহাসচিব গুতেরেস বলেন, চীনের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক হলো জাতিসংঘ ও বহুপক্ষবাদের গুরুত্বপূর্ণ স্তম্ভ।

ইউক্রেন সংকটে মহাসচিবের মধ্যস্থতার প্রশংসা করে ওয়াং ই বলেন, এ বিষয়ে চীনের কেন্দ্রীয় অবস্থান হলো শান্তিপূর্ণ আলোচনাকে বেগবান করা এবং শান্তির পক্ষে থাকা। চীন অব্যাহতভাবে নিজস্ব পদ্ধতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন। একই দিন ওয়াং ই থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। সূত্র:সিএমজি।

ইবাংলা/জেএন/২৬ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us