পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইংরেজি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা প্রকাশিত সংবাদকে ষড়যন্ত্রমূলক এবং বানোয়াট হিসেবে উল্লেখ করে বলেন, স্যারের বিরুদ্ধে যেসকল অভিযোগ এনে সংবাদটি প্রকাশ করা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল স্যারের সম্মান হানি করার জন্য এই ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে।
আরও পড়ুন…আমরা শেখ হাসিনার উন্নয়ণ অব্যাহত রাখবো
মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাতিহাতুল জান্নাত বলেন,-“স্যারের বিরুদ্ধে ক্লাসে নামাজ এবং বোরকা পরা নিয়ে যে অভিযোগ আনা হয়েছে, আমি সেদিন ক্লাসেই ছিলাম। স্যার ক্লাসে এরকম কোনো কথাই বলেননি। গত চারমাস ধরে ক্লাস করছি, ক্লাসের অনেকেই বোরকা পরে, কিন্তু স্যার কোনো দিন কাউকে পর্দা নিয়ে কিছু বলেনি। আমরা ভাবতেও পারিনি মাত্র দুইদিনের ব্যবধানে এতো কিছু ঘটে যাবে। কাজেই এই সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।”
এবিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. নবুয়ত হোসেন বলেন,- “দীর্ঘ চার বছর ধরে, এই বিভাগের সাথে আমার সম্পর্ক। ডিপার্টমেন্টের শিক্ষকরা কোনোদিন ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমাদের চাপ প্রয়োগ করেননি। কিন্তু গতকাল যে সংবাদটি প্রকাশ হয়েছে, সেটি ইংরেজি বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুন্ন করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করছি, ইংরেজি বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়ের যে মানহানি হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য। একইসাথে যে সাংবাদিক এই সংবাদ করেছেন, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
প্রকাশিত সংবাদ নিয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. রওশন ইয়াজদানি বলেন,- ” আমার নামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। সংবাদের মধ্যে আমার চারটি বক্তব্যের মধ্যে, একটি বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে বাকি তিনটি বক্তব্যকে মিসকোট করা হয়েছে।”
এরআগে রোববার (২৫ সেপ্টেম্বর) একটি জাতীয় দৈনিকের অনলাইনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. রওশন ইয়াজদানি-কে নিয়ে ‘বোরকা-নামাজ বিশ্ববিদ্যালয়ের জন্য নয়: পিইউএসটি শিক্ষক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়
ইবাংলা/জেএন/২৬ সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.